একাকীত্ব

একা বসে আছি পার্কের বেঞ্চিতে

খোলা হাওয়াগুলো আমায় টপকাচ্ছে,

আমি দেখেছিলাম, রাতের বিশাল আকাশ

মিটিমিটি তারাগুলো যেন আমায় ডাকছে।

আমি ভাবছিলাম কবে দেখা হবে?

আজও জেগে আছি বিশাল একাকীত্বে।

**তারুণ্য**

হে তারুণ্য,

কতো নিকৃষ্ট তুমি,

প্রকৃতির নিয়মের ভ্রান্তিতে

প্রবাহিত হওয়া এক ক্ষণস্থায়ী স্পর্শ।

তুমি ধূসর ধোঁয়াশায় জর্জরিত আস্তরণ

উম্মত্ততাই বয়ে চলা জলপ্রপাতের ধারা।

তুমি নিরাশায় ডুবে থাকা চাতুরী

তুমি আপজাত্য অন্তঃসারশুন্য উদ্যান।

হে তারুণ্য,

বালিকার সুললিত পঙক্তি তুমি,

তুমি সবুজ ঘাসে লেগে থাকা শিশির বিন্দু।

তুমি চঞ্চল বালকের পেড়ে আনা পাখির বাসা,

তুমি তো বয়ে চলা জলপ্লাবনের ভাষা।

শৌর্যের প্রতীক তুমি নিয়তির ঔজ্জ্বল্য দীপ্তি,

তুমি তো করো বিচ্যুতি ফেলে স্বর্ণরেণুর অংকুর সৃষ্টি।

জীবনের খেলা

প্রথম যখন দুটি আঁখি মেলিয়া
দেখিয়াছি আমি চাহিয়া
মায়াময় এক পৃথিবী।

তাঁর অবাক করা সৌন্দর্য
মুগ্ধ করিয়াছে আমাকে।
মায়ার জালে বাঁধিয়া
ভুলিয়াছি নিজেকে।
মুগ্ধ হইয়া ভাবিয়াছি কি আশ্চর্য
মনে হয় বুঝি এটাই আমার গন্তব্য।

যখন দেখিয়াছি আমি খেয়াঘাটের ভেলা
তখন বুঝিয়াছি জীবনের খেলা,
জীবনটা একটা নিছক স্বপ্ন।